দলীপ ট্রফি : ২ উইকেটে রোমাঞ্চকর জয় ছিনিয়ে দক্ষিণাঞ্চল ফাইনালে

উত্তরাঞ্চল: ১৯৮, ২১১

দক্ষিণ অঞ্চল: ১৯৫, ২১৯/৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।। রোমাঞ্চকর জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। তাও ঠিক দুই উইকেটের ব্যবধানে। তিন রানে লিড নেওয়া উত্তরাঞ্চলের আফসোস রয়ে গেল সেমিফাইনালে দুই উইকেটে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার জন্যে। অনেকটা বুদ্ধিদীপ্ত লড়াই এবং দৃঢ়তাপূর্ণ ব্যাটিং মূলতঃ দক্ষিণাঞ্চলকে জয় এনে দিয়েছে। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দলীপ ট্রফির সেমিফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে উত্তরাঞ্চল ১৯৮ রানে ইনিংস শেষ করলে জবাবে দক্ষিণাঞ্চল যখন ১৯৫ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়, তখনই মনে হয়েছিল ম্যাচ বেশ জমজমাট হবে। কার্যত তাই হয়েছে। তিন রানে লিড নিয়ে উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ২১১ রান সংগ্রহ করলে দক্ষিণ অঞ্চলের সামনে ২১৫ রানের লক্ষ্যমাত্রা দাঁড়ায়। দক্ষিণাঞ্চলের হয়ে বিশেষ গুরুত্বপূর্ণ কাজটা করেছে অধিনায়ক বিহারী, উইকেট রক্ষক রিকি, আর সবশেষে শাই কিশোর। মৈয়াঙ্কের ৫৪ রান, বিহারীর ৪৩ রান ও রিকির ৩৪ রানের পর রাই কিশোর ১৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। ৩৬.১ ওভার খেলে আট উইকেট হারিয়ে দক্ষিণাঞ্চল জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দুই উইকেটে জয়ী হয়ে দক্ষিণাঞ্চল দলীপ ট্রফির ফাইনালে পৌঁছেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *