চিন এখন বুঝতে পেরেছে তিব্বতের জনগণের চেতনা খুবই শক্তিশালী : দলাই লামা

ধর্মশালা, ৮ জুলাই (হি.স.): চিন এখন বুঝতে পেরেছে তিব্বতের জনগণের চেতনা খুবই শক্তিশালী। বললেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। শনিবার সকালে হিমাচল প্রদেশের ধর্মশালায় দলাই লামা বলেছেন, “আমি সর্বদা কথা বলতে চাই, এখন চিনও বুঝতে পেরেছে তিব্বতের জনগণের চেতনা খুবই শক্তিশালী। তাই, তিব্বতি সমস্যা মোকাবেলা করার জন্য তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করতে চায়।”

চিন তাঁর সঙ্গে যোগাযোগ করতে চায় বলে দাবি করেছেন দলাই লামা। তিব্বতী ধর্মগুরু দলাই লামা বলেছেন, “কথা বলার জন্য আমি প্রস্তুত। আমরা স্বাধীনতা চাইছি না, আমরা বহু বছর ধরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গণপ্রজাতন্ত্রী চীনের অংশই থাকব…এখন চিন বদলে যাচ্ছে। চিনারা আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চায়।”