ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই।।মহকুমার সেরা কসমোপলিটন ক্লাব। প্লে অফের প্রথম ম্যাচের পরাজয়ের সুমধুর বদলা নেওয়ার পাশাপাশি খেতাব জয় করলো কসমোপলিটন ক্লাব। রাজদীপ দত্ত-র ঝড়ো ব্যাটিংয়ে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে। বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে কসমোপলিটন ক্লাব ৬ উইকেটে পরাজিত করে মুহুরিপুর জনকল্যাণ লমিতি-কে। শনিবার মুহুরিপুর জনকল্যাণ সমিতির গড়া ২০৩ রানের জবাবে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন কসমোপলিটন ক্লাবের সামনে লক্ষ্য ছিলো ২০ ওভারে ১১৭ রান। যা ৮ ওভার বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে করেনেয় কসমোপলিটন ক্লাব। বিজয়ী দলের রাজদীপ দত্ত ঝড়ো ৬২ রান করেন।আউট ফিল্ড ভিজে থাকায় এদিন ম্যাচ কিছুটা দেরীতে শুরু হয়। তাই ওভার কমিয়ে আনা হয় ৩৫ এ। সকালেটসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মুহুরিপুর জনকল্যাণ সমিতি নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৩ রান করে। দলের পক্ষে চিরঞ্জীৎ দাস ৬৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, বিপ্লব দাস ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ (অপ:), প্রশান্ত দেবনাথ ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, অভিজিৎ মিত্র ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ (অপ:) এবং মিটুন সরকার ২৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে সম্রাট মজুমদার ৩৪ রানে ৩ টি এবং গোবিন্দ মজুমদার ৪২ রানে ২ টি উইকেট পেয়েছেন। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টি কমতেই কসমোপলিটনের সামনে লক্ষ্যমাত্রা দাড়ায় ২০ ওভারে ১১৭ রান। সহজ লক্ষ্যকে তাড়া করতে নেমে শুরু থেকেই ২২ গজে বিধ্বংসী রূপ নেন ওপেনার রাজদীপ দত্ত। শেষ পর্যন্ত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কসমোপলিটন ক্লাব। দলের পক্ষে রাজদীপ দত্ত ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৭ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২, জনক রিয়াং ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং অপূর্ব বিশ্বাস ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ (অপ:) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৭ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে আশিষ দত্ত ৩১ রান খরচ করে ২ উইকেট দখল করেন। ৬ উইকেটে জয় পেয়ে মহকুমার সেরা হয় কসমোপলিটন ক্লাব। খেলা শেষে মাঠেই বিজয়োল্লাসে মেতে উঠেন কসমোপলিটনের ক্রিকেটাররা।
2023-07-08