হাঁটুর চোটে আজই হতে পারে অস্ত্রোপচার, এসএসকেএম-এ মুখ্যমন্ত্রী

কলকাতা, ৬ জুলাই (হি.স.) : এখনও সাড়েনি চোট, অস্ত্রোপচার ছাড়া উপায় নেই বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর এইদিনই তাঁর বা পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করা হবে। জানা গিয়েছে, হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট বিভাগের ডাক্তার রাজেশ প্রামাণিক ও চিকিৎসকদলের অধীনে অপারেশন হওয়ার কথা। তবে তার আগে সিটি স্ক্যান করে দেখা হবে, এই মুহূর্তে তাঁর হাঁটু এবং কোমরের চোটের কী পরিস্থিতি। অন্যান্য রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়, তার জন্য উডবার্ন ওয়ার্ডে না গিয়ে হাসপাতালে ঢুকেই ডানদিকের এক ইউসিএম বিল্ডিংয়েই সিটি স্ক্যান করিয়ে নেন মুখ্যমন্ত্রী। অস্ত্রোপচারের পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর হাঁটুতে তরল জমেছে। চিকিৎসা পরিভাষায় এই তরলকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। অস্ত্রোপচারের মাধ্যমে বের করতে হবে সেই ফ্লুইড। এসএসকেএম-এর ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান রাজেশ প্রামাণিকের নেতৃত্বে চলছে চিকিৎসা প্রক্রিয়া। ফিজিওথেরাপির পর তাঁর আঘাত কতটা কমল কিংবা এই মুহূর্তে তার কী পরিস্থিতি, অপারেশনের আগে তা দেখে নেওয়া হবে। সেই কারণে এদিন হাসপাতালে পৌঁছেই সিটি স্ক্যান করিয়ে নেন মুখ্যমন্ত্রী। এছাড়া তাঁর সি আর মেশিন, ডায়া থার্মি, অর্থোস্কোপি, ইউএসজিও করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এই সিটি স্ক্যানের রিপোর্টে তাঁর হাড়ের স্থিতিস্থাপকতা বোঝা যাবে। এছাড়া ঠিক কোন অংশে জল জমেছে, তাও স্পষ্ট হবে। সেইমতো অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট দেখে সন্তোষজনকই মনে করছেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর অপারেশনের বিষয়টি নিজে নজরে রাখছেন এসএসকেএমের অধিকর্তা ডাক্তার মণিময় বন্দ্যোপাধ্যায়। এছাড়া ফিজিক্যাল মেডিসিন ও পেন ম্যানেজমেন্ট, রিহ্যাবিলিটেশন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার রাজেশ প্রামাণিক ও রেডিওলজি বিভাগের প্রধান ডাক্তার অর্চনা সিং রয়েছেন অপারেশনের নেতৃত্বে। এই ধরনের অস্ত্রোপচারে সময় লাগে মাত্র ৫ থেকে ১০ মিনিট। তবে তারপর রোগীকে টানটান হয়ে শুয়ে বিশ্রাম নিতে হয়। এখন সেইমতো মুখ্যমন্ত্রীকে হাসপাতালে রাখা হবে নাকি ছেড়ে দেওয়া হবে, তা ঠিক করবে বিশেষজ্ঞ বোর্ড।

প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে হেলিকপ্টারে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপ্টার প্রবলভাবে দুলতে থাকায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়। তাতেই কোমরে, হাঁটুতে চোট পান তৃণমূল সুপ্রিমো।কলকাতায় নেমে এসএসকেএমে যান প্রাথমিক চিকিৎসার জন্য। তাঁকে ভরতি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তিনি বাড়িতেই চিকিৎসা করাতে চেয়ে হাসপাতাল থেকে ফিরে আসেন। এরপর বাড়িতেই ফিজিওথেরাপি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *