কলকাতা, ৬ জুলাই (হি.স.) : বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় । বিনা কারণে বিদেশ যেতে বাধা দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন রুজিরার আইনজীবী কপিল সিব্বল। ১২ জুলাই আবেদনের শুনানি রয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার শীর্ষ আদালতে কপিল সিব্বল আর্জি জানিয়ে বলেন, ‘আগামী সোমবার এই বিষয় নিয়ে শুনানি করা হোক। তবে সোমবার পূর্ব নির্ধারিত মামলার শুনানি যেন তালিকা থেকে সরানো না হয়।’ সেই আবেদনে বিচারপতি সঞ্জয় কিষেন কউলের নেতৃত্বাধীন বেঞ্চ সাড়া দিয়েছে বলে সূত্রের দাবি।
উল্লেখ্য, গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা দেয় অভিবাসন দফতর। কলকাতা বিমানবন্দরে আটকানোর পরই সেখানেই অভিষেক পত্নীকে নোটিশ ধরান আধিকারিকরা। দুবাই হয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হতে গিয়ে বাধার মুখে পড়েন তিনি। দুই সন্তানকে নিয়ে বিমানে ওঠার আগে অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে বাধা দেন।