জম্মু, ৬ জুলাই (হি. স.) : সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের কাছে গুলি করে আত্মহত্যা করেছেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান। এই ঘটনায় ওই জওয়ানের মৃত্যু হয়। বৃস্পতিবার ঘটনাটি ঘটেছে চিলিয়াডির সীমান্ত চৌকিতে (বিওপি) ।
একজন সিনিয়র পুলিশ আধিকারীক জানিয়েছেন, জওয়ানের নাম নরেশ কুমার । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, কী পরিস্থিতিতে জওয়ান এমন কঠোর পদক্ষেপ নিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

