বলিউডের কিলার আই নামেই সকলে চেনে রণবীর সিংকে । বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিলেন অভিনেতা । আজ রণবীরের জন্মদিন । জন্মদিনেও শুটিং সারছেন অভিনেতা ।
জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের প্রথম সারির এই অভিনেতাকে । সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ”রকি অউর রানি কি প্রেম কাহানি” । আর ছবির নায়ককে, সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের অভিনব শুভেচ্ছা জানালেন ছবির পরিচালক কর্ণ জোহর ।
সোশ্যাল মিডিয়ায় আর রণবীরের সঙ্গে নতুন ছবির সেট থেকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন কর্ণ । জন্মদিন নয়, তিনি আজকে দিনটাকে ”রকি ডে” বলতেই পছন্দ করছেন বেশি । ছবিতে দেখা যাচ্ছে, কোথায় রণবীরকে শট বুঝিয়ে দিচ্ছেন কর্ণ, কোথাও আবার অভিনেতাকে খুনসুটি করে জড়িয়ে ধরে রয়েছেন তিনি ।

