ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই।।আবু তাহের-এর অলরাউন্ড পারফরম্যান্স। তাতেই জয় পেলো নেতাজি সঙ্ঘ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের সুপার লিগে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নেতাজি সঙ্ঘ ভি জে ডি ম্যাথডে ৮৫ রানে পরাজিত করে ব্লাড ড্রপসকে। প্রথমে ব্যাট হাতে ৪২ রান করার পর বল হাতে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আবু তাহের। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নেতাজি সঙ্ঘ ১৯৮ রান করে। দলের পক্ষে আবু তাহের ২৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪২,তিলক সরকার ৩২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৭,অরিন্দম বর্মন ২২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, বিকাশ মজুমদার ২২ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং রাজীব সাহা ২৩ বল খেলে ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। ব্লাড ড্রপসের পক্ষে মহ: জুবের উদ্দিন ৩৬ রানে ৩টি, কার্তিক দেবনাথ ২৪ রানে ২ টি এবং রাইহান আহমেদ ৪৮ রানে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে কেলতে নেমে ব্লাড ড্রপস ক্লাব ১০৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রদীপ নট্ট ৩৮ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮,মহ: জুবের উদ্দিন ৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। নেতাজি সঙ্ঘের পক্ষে আবু তাহের ৭ রানে ৪ টি এবং বিকাশ মজুমদার ২৯ রানে ২ টি উইকেট পেয়েছেন।
2023-07-05