শিলচর (অসম), ৫ জুলাই (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত শ্রীকোণায় অবস্থিত আইটিআইতে এনআইইএলআইটি ‘O’ লেভেল কম্পিউটার কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।
দ্বাদশ শ্রেণি পাস অথবা আইটিআই সার্টিফিকেটধারী প্রার্থীরা আগামী ২৬ জুলাই বিকেল পাঁচটার মধ্যে দরখাস্ত জমা দিতে পারবেন। আগামী ২৮ জুলাই সকাল দশটায় লিখিত পরীক্ষা এবং এবং বেলা একটায় মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত বিবরণ শ্রীকোণা আইটিআইতে নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে সরকারি প্রেসবার্তায় জানানো হয়েছে।