জম্পুইজলাকে হারিয়ে অপরাজিতগ্রুপ চ্যাম্পিয়ন এনএসআরসিসি

আরসিসি: ৩(সানরালা, রাজর্ষি ২)
জম্পুইজলা: ০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই।। দুর্দান্ত জয় পেয়েছে এনএসআরসিসি। এই জয়ের সুবাদে এনএসআরসিসি গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে একদিকে যেমন আগামী বছর বি-ডিভিশনে খেলার ছাড়পত্র পেয়েছে, অপরদিকে সি-ডিভিশন ফুটবলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। ‌গ্রুপ লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ, মঙ্গলবার এনএসআরসিসি ৩-০ গোলের ব্যবধানে জম্পুইজলা প্লে সেন্টারকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন এর স্বীকৃতি পেয়ে ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে আগামী বছর দ্বিতীয় ডিভিশনে খেলার। এনএসআরসিসি পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জয় এবং দুটিতে ড্র রাখার সুবাদে ১১ পয়েন্ট নিয়ে অপরাজিত ভূমিকায় গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব নিয়ে ফাইনালে স্কাইলার্কের মুখোমুখি হবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে খেলা শুরুতে ঠিক ৪ মিনিটের মাথায় প্রথম গোল এনএসআরসিসি-র হয়ে সানরলা ডারলং এর পা থেকে। এন এস আরসিসি এক গোলে লীড পায়। জম্পুইজলার ছেলেরা গোলটি হজম করে একাধিকবার পাল্টা আক্রমণ রচনা করলেও কার্যত গোলের সন্ধান দিতে পারেনি। তবে কিছুটা রক্ষণাত্মক খেললে এনএসআরসি-র ছেলেরাও আর গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৭-৮ মিনিট একই রকম ভাবে আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়ে খেলা এগোতে থাকলেও ৫৩ মিনিটের মাথায় এনএসআরসিসির সুযোগ সন্ধানী স্ট্রাইকার রাজর্ষি চাকমা ঠিকই জাল নেড়ে গোল ব্যবধান দুই-শূন্য করে নেয়। এবার এনএসআরসিসি শক্ত প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে সুযোগ খুঁজতে থাকে গোল ব্যবধান বাড়ানোর লক্ষ্যে। শেষদিকে খেলার ৮২ মিনিটের মাথায় সেই রাজর্ষি চাকমা-ই ফের একবার গোলের সুযোগ পেয়ে তা দারুন ভাবে কাজে লাগায় এবং চূড়ান্ত ব্যবধান ৩-০ করে নেয়। পরবর্তী সময়ে চতুর্থ গোলের সন্ধান কেউ দিতে পারেনি, বটে খেলায় অসদাচরনের দায়ে রেফারি দুইদলের পাঁচজন জুয়েল দেববর্মা, নাসির আহমেদ এবং রাকেশ জমাতিয়া, জীমেন জমাতিয়া, কাঙ্গকালা কলইকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, খোকন সাহা ও হরি শর্মা। দিনের খেলা: সকাল ৮ টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের সাই-স্যাগ বনাম আনন্দ ভবন।