নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷ আগরতলা শহর এলাকায় পৃথক পথ দুর্ঘটনায় একজনের মর্মান্তিক লিপ্ত হয়েছে অপর চারজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন৷
রবিবার গভীর রাতে পশ্চিম থানার অন্তর্গত বর্ডার গোল চক্কর ওয়েস্টার্ন ক্লাব এলাকায় বাইক দুর্ঘটনায় দুই যুবকের ভাবে আহত হয়৷ আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে৷রবিবার গভীর রাতে খাচি মেলা থেকে নিজ বাইক নিয়ে বাড়ি ফেরার পথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় ২ যুবক৷৷ আহতরা হল বাইক থাকা সুমন দত্ত এবং নয়ন দাস৷ বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য৷৷এরই মধ্যে সোমবার সকালে চিকিৎসা চলাকালীন জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমন দত্ত৷৷বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নয়ন দাস নামে অপর এক যুবক৷৷ সুমন দত্তের মৃত দেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷৷ ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে সুমন দত্তের মা-বাবা সহ আত্মীয় পরিজনরা৷৷ আশঙ্কা করা হচ্ছে দ্রুত বেগে চলার সময় নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷
রাজধানীর আগরতলা শহরের প্রাণকেন্দ্র লক্ষী নারায়ন বাড়ি রোডে ওমেন্স কলেজ সংলগ্ণ শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে বাইক ও রিস্কার সংঘর্ষে মহিলা কলেজের এক ছাত্রীসহ তিনজন গুরুতরভাবে আহত হয়েছে৷ পথ দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সোমবার লক্ষীনারায়ণ বাড়ি রোডে শ্রীকৃষ্ণ মন্দিরের সামনে একটি বাইক ও রিক্সার মধ্যে সংঘর্ষ হয়৷ ওই রিস্কা দিয়ে মহিলা কলেজে আসছিল এক ছাত্রী৷ দুর্ঘটনায় মহিলা কলেজের ছাত্রী, রিকশাচালক এবং বাইক চালকভাবে আহত হয়েছে৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জোয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়৷