বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

বীরভূম, ৩ জুলাই (হি. স.) : স্বভাবসিদ্ধভাবে ফোনে বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারচুয়াল সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সভা থেকে কেন্দ্রকে তুলোধোনা করলেন তিনি। কেন্দ্রীয় বঞ্চনা, বকেয়া পাওনা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘রাজ্য সরকার মানুষের জন্য অনেক কাজ করছে। ভোট এলে বিজেপির দেখা মেলে। ভোটের আগে কেউ কেউ এসে টাকা ও মদ দেবে। কিন্তু তাঁকে সারা বছর খুঁজে পাওয়া যাবে না। জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ক্রমশ। গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু এই সবের কোনও সুরাহা নেই। কেউ যদি কোথাও কোনও ভুল কাজ করে, তবে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান। আমরা ব্যবস্থা নেব।’

বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তৃণমূলের একাংশের নেতাকর্মীদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। সেই নিয়েও এদিন সাধারণ মানুষকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘মনে রাখবেন, সরকার কাজ করার জন্য কারও থেকে কোনও টাকা নেয় না। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজসাথী সবই সরকার দেয়। এটার জন্য কাউকে টাকা দেবেন না। এটা আপনাদের অধিকার, এর জন্য কাউকে কোনও টাকা দেবেন না।’