বীরভূম, ৩ জুলাই (হি. স.) : ফের অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের ভারচুয়াল সভা থেকে কেষ্ট মণ্ডলের গ্রেফতারি নিয়ে সরব হলেন ঘাসফুল শিবিরের সভানেত্রী।
তাঁর কথায়, “প্রমাণ করতে পারছে না দোষ। শুধু আটকে রেখেছে কেষ্টকে। যাতে তৃণমূল করতে না পারে। পঞ্চায়েত করতে না পারে।” এর আগেও অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে কেন্দ্র ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দুষেছেন তিনি।
মমতা বলেন, “কেষ্টর নামে কত কথা বলা হচ্ছে। এমনকী তাঁর মেয়েকে আটকে রাখা হয়েছে। যদি সে অন্যায় করে, আদালতে প্রমাণ করুন। প্রমাণ করতে পারছে না, কিন্তু আটকে রেখে দিয়েছে যাতে সে তৃণমূল কংগ্রেসটা করতে না পারে। পঞ্চায়েত ভোট করতে না পারে।’’
তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী এদিন পায়ে চোট নিয়েই বীরভূমের দুবরাজপুরের সভায় বক্তব্য রাখেন। তবে সশরীরে সেখানে উপস্থিত হতে পারেননি তৃণমূলের সর্বময় নেত্রী। মন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে সমবেত তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখেন মমতা।