অসমের প্ৰখ্যাত সংগীত শিল্পী সুদক্ষিণা শৰ্মার প্রয়াণে শোক মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ৩ জুলাই (হি.স.) : অসমের প্ৰখ্যাত সংগীত শিল্পী সুদক্ষিণা শৰ্মার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

নিজের অফিশিয়াল চুইটার হ্যান্ডলে প্ৰয়াতার একটি ছবি সংবলিত শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘অসমের সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্ৰ তথা বিশিষ্ট সংগীত শিল্পী সুদক্ষিণা শৰ্মা মহাশয়ার পরলোকপ্ৰাপ্তির খবরে আমাকে মৰ্মাহত করেছে। অসমিয়া সংগীত জগতকে সমৃদ্ধ করে বেশ কয়েকটি হৃদয়স্পৰ্শী গীত উপহার দিয়ে শিল্পী শৰ্মা। তাঁর প্রয়াণে রাজ্যের সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্ৰের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবৰ্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঔম শান্তি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *