ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই।। গ্রুপ লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। এনএসআরসিসি খেলবে জম্পুইজলা প্লে সেন্টারের বিরুদ্ধে। কার্যত গ্রুপ লীগের ফাইনাল ম্যাচ বলা যেতে পারে। কেননা এই ম্যাচে যে দল জয়ী হবে তারাই গ্রুপে সেরা দুয়ে অবস্থান নিশ্চিত করে নিতে পারবে এবং ছাড়পত্র পেয়ে যাবে সুপার লীগে খেলার। তবে পাল্লা ভারী এনএসআরসিসি-র। কেননা এনএসআরসিসি ইতোমধ্যে চারটি ম্যাচ খেলে দুটিতে জয় এবং দুটিতে ড্র রাখার সুবাদে ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে। সম সংখ্যক ম্যাচ খেলে জম্পুইজলার পয়েন্ট সাত। কেননা দুটিতে জয় এবং একটিতে ড্র করেছে। স্বাভাবিক কারণে আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হলে এন এস আর সি সি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আজ, সোমবার বিরতিতে দু দলের খেলোয়াররা কিছুটা প্র্যাকটিস করে নিয়েছে, আগামীকাল বিকেল চারটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার জন্য।
2023-07-03