BRAKING NEWS

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলার৷ ঘটনাটি ঘটে কৈলাসহরের চন্ডীপুর ব্লকের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ ঘটনার বিবরনে জানা যায়, রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা কৌশলা গোয়ালার বয়স আনুমানিক ৪০বছর৷ রবিবার সকালে এলাকারই একটি   পুকুরে স্নান করতে যান৷ কিন্তু একটু পরে দেখা যায় কৌশলা গোয়ালার কাপড়  পুকুরের পাড়ে রয়েছে অথচ কৌশলা গোয়ালা নেই৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মী ও স্থানীয়রা পুকুরের জল থেকে কৌশলা গোয়ালাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু চিকিৎসা শুরুর ১০মিনিটের মাথায় মৃত্যুর কোলে ঢ়লে পরেন কৌশলা৷
কৌশলার নিকট আত্মীয়দের কাছ থেকে জানা যায়, তিনি অবিবাহিত ছিলেন, পাশাপাশি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন৷ অর্থের অভাবে প্রয়োজনীয় ওষুধ ক্রয় করে সেবন করতে পারছিলেন না৷ প্রায় সময়ই শারীরিক বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকতেন৷ এর ফলেই ভারসাম্য রাখতে না পেরে জলে ডুবে যায়৷ এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *