খড়গপুর, ২ জুলাই (হি. স.) : খড়গপুর আইআইটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে ভস্মীভূত এলবিএস হলের কমন রুমের প্রচুর জিনিসপত্র। খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর রাতে।
গভীর ঘুমে আচ্ছন্ন খড়গপুর আইআইটি ক্যাম্পাসে ভোর রাত প্রায় তিনটে নাগাদ আচমকাই লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে আগুন ধরে যায়। সেখানে ছাত্রদের বেডিং-সহ একাধিক সামগ্রী রাখা ছিল। আগুনে পুড়ে খাক হয়ে যায়। আগুন ছড়িয়ে পড়তেই খড়গপুর ও সালুয়া থেকে দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কমনরুমের ভিতরে থাকা জিনিসপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে।