ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই।।শান্তু মজুমদারের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো মুহুরিপুর জনকল্যাণ সমিতি। পরাজিত হয়ে কসমোপলিটন ক্লাবকে এলিমেশন ম্যাচে খেলতে হবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটের প্লে অফে। রবিবার বাইখোরা স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ১২৩ রানের বড় ব্যবধানে পরাজিত করে কসমোপলিটন ক্লাবকে। মুহুরিপুর জনকল্যাণ সমিতির গড়া ২৬৪ রানের জবাবে কসমোপলিটন ক্লাব ১৪১ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শান্তু মজুমদার প্রথম ব্যাট হাতে ১২৭ রান করার পর বল হাতে বিপক্ষের ৬ উইকেট তুলে নিয়ে দলকে ফাইনালে তুলতে মূখ্য ভূমিকা নেন। রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মুহুরিপুর জনকল্যাণ সমিতি ৪৮.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৬৪ রান করে। দলের পক্ষে ওপেনার শান্তু মজুমদার ১৩১ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২৭, বিপ্লব দাস ৪১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৬ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০, দ্বীপজয় দাস ৩০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ এবং অভিজিৎ মিত্র ৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২০ রান। কসমোপলিটন ক্লাবের পক্ষে অপূর্ব বিশ্বাস ৪৫ রান দিয়ে ৩ টি,প্রসেনজিৎ বিশ্বাস ২৪ রান দিয়ে ২টি,সম্রাট মজুমদার ৩৫ রান দিয়ে ২ টি এবং জনক রিয়াং ৪১ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব ১৪১ রান করতে সক্ষম হয়। কসমোপলিটনের ব্যাটসম্যানদের উপর কার্যত স্ট্রিম রোলার চাপান শান্তু মজুমদার। শান্তুর বিধ্বংসী বোলিংয়ে কুপোকাৎ হয়ে পড়ে কসমোপলিটন। দলের পক্ষে দলনায়ক রাজদীপ দত্ত ২২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৯ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, অপূর্ব বিশ্বাস ২৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ এবং প্রসেনজিৎ বিশ্বাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৩ রান। মুহুরিপুর জনকল্যাণ সমিতির পক্ষে শান্তু মজুমদার ১৬ রান দিয়ে ৬ টি এবং অভিজিৎ মিত্র ৩০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন।
2023-07-02