কলকাতা, ২ জুলাই (হি. স.) : কলকাতা সহ দক্ষিণবঙ্গের অস্বস্তি বাড়াতে পারে তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বাড়াতে পারে অস্বস্তি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬৯ শতাংশ।
নিম্নচাপ অক্ষরেখার দরুণ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও বৃষ্টিপাত হতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গে সক্রিয় থাকছে মৌসুমী বায়ু। ফলে সেখানে চলবে বৃষ্টিপাত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনাও।