১১৪ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে ইংল্যান্ড

লন্ডন, ২ জুলাই (হি.স.) : লর্ডস টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরতে হলে রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে। তবে চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৩৭১ রানের লক্ষ্যে ব‍্যাট করতে নেমে ইংল্যান্ড করেছে ৪ উইকেটে ১১৪ রান। দ্রুত ৪ উইকেট হারিয়ে এখন কাঁপছে তারা। অধিনায়ক বেন স্টোকসের ২৪ রানের সঙ্গে ৫০ রানে ব্যাটিং করছেন বেন ডাকেট।

লর্ডসে এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। ১৯৮৪ সালে ইংল্যান্ডের ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ক্যারিবীয়নরা। এবার অ্যাশেজে বাজবল ক্রিকেটের শক্তি প্রমাণে লর্ডসে বেন স্টোকসদের ফেরাতে হবে ২০১৯ সালের হেডিংলি ও ২০২২ সালের এজবাস্টনের স্মৃতিকে।

উল্লেখ্য অষ্ট্রেলিয়া প্রথম ও দ্বিতীয় ইনিংসে করে ৪১৬ ও ২৭৯ রান। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩২৫ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *