বাজারিছড়া (অসম), ১ জুলাই (হি.স.) : নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকাধীন ৩৫ নম্বর বাঘন গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর সভাপতি পদে উপনির্বাচন। ভোট পড়েছে ৬৬.১২ শতাংশ।
আজ শনিবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোটদান প্রক্রিয়া। ভোটাররা সারিবদ্ধভাবে বুথ কেন্দ্রে গিয়ে ব্যালট পেপারের মাধ্যমে তাঁদের মতদান করেছেন। জিপির ১১টি ভোটগ্রহণ কেন্দ্রে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলে ভোটদান। সন্ধ্যা ছয়টা নাগাদ ব্যালট বাক্স সিল করে কড়া নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে করিমগঞ্জে স্ট্রং রুমের উদ্যেশ্যে রওয়ানা দেন ভোটকৰ্মীরা। আগামী তিন জুলাই করিমগঞ্জ জেলা সদরে ভোটের গণনা ও ফলাফল ঘোষণা হবে।
বাঘন জিপির সভাপতি পদে উপনির্বাচনে মোট চার প্রার্থীর ভাগ্য বাক্সবন্দি হয়েছে আজ। যে সকল প্রার্থীর ভাগ্য বন্দি হয়েছে তাঁরা যথাক্রমে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী শিপ্রা কৈরি, কংগ্রেসের আব্দুল সহিদ, আম আদমি পার্টির গিয়াস উদ্দিন এবং প্রাক্তন জিপি সভাপতি তথা নির্দলীয় প্রার্থী কামরান পাশা চৌধুরী।
বাঘন জিপিতে মোট ভোটার ১২ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ৬,২৬৫ এবং মহিলা ভোটার ৬,০৭৩ জন। ভোট পড়েছে ৬৬.১২ শতাংশ। এক নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে ৬৬০, দুই নম্বর ওয়ার্ডে ৭১৫, তিন নম্বর ওয়ার্ডে ৮১৪, চার নম্বর ওয়ার্ডে ১,১৪৪, পাঁচ নম্বর ওয়ার্ডে ৭৪২, ছয় নম্বর ওয়ার্ডে ৮৭২, সাত নম্বর ওয়ার্ডে ৭৪১, আট নম্বর ওয়ার্ডে ১,০২৫, নয় নম্বর ওয়ার্ডে ৭১০ এবং দশ নম্বর ওয়ার্ডে ভোট পড়েছে ৭৩৫টি। জিপিতে মোট ভোট পড়েছে ৮,১৫৮টি।

