নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): উষ্ণ ”জুলাই”-এ এবার স্বাভাবিক হবে বর্ষার বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব উত্তর প্রদেশ এবং দক্ষিণ বিহারের কিছু অংশ বাদ দিয়ে জুলাই মাসে সমগ্র দেশে বর্ষা স্বাভাবিক হতে পারে। আইএমডি-র মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, জুন মাসে বৃষ্টির যে ঘাটতি দেখা দিয়েছে, সেই ঘাটতি মেটাবে জুলাইয়ের বর্ষণ।
জুন মাসে ১৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে, বিহার এবং কেরলে যথাক্রমে স্বাভাবিকের চেয়ে ৬৯ শতাংশ এবং ৬০ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন রাজ্য গরমের দহনজ্বালায় জ্বলেছে, নাজেহাল অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে। যাইহোক, আইএমডি জানাল, জুলাইয়ে এবার স্বাভাবিকই হবে বর্ষার বৃষ্টি।