ত্রিপুরায় বাবা ও মেয়ে মিলে হাতিয়ে নিলেন সাড়ে তিন লক্ষাধিক টাকা

ধর্মনগর(ত্রিপুরা), ১ জুলাই (হি. স.) : আবারও ত্রিপুরায় সাইবার ক্রাইমের থাবা পড়েছে। এবার বাবা ও মেয়ের কীর্তিতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। করোনার টিকাকরণের সমীক্ষার অজুহাতে প্রতারিত হয়েছেন দুই জন। তাঁদের কাছ থেকে সাড়ে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিলেন সাইবার অপরাধীরা। অবাক করা বিষয়, ওই অপরাধের সাথে বাবা ও মেয়ে জড়িত রয়েছেন। পুলিশি তৎপরতায় প্রতারক বাবা ও মেয়ে সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

এ-বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে কদমতলা ও প্রেমতলা বাজারের দুই ব্যবসায়ী সত্য রঞ্জন নাথ ও সন্দীপ দেব প্রতারিত হয়েছেন। করোনার টিকাকরণের সমীক্ষার অজুহাতে সন্দীপ দেব থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং সত্য রঞ্জন নাথ থেকে ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। ঘটনার বিবরণে সন্দীপ দেব বলেন, ওইদিন স্কুটিতে চেপে এক যুবতী এবং এক ব্যক্তি তাঁর কাছে করোনার টিকাকরণের তথ্য জানতে এসেছিলেন। তাঁরা মোবাইলে ওটিপি ব্যবহার করে আমার ব্যাংক একাউন্ট থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি তারা চলে যাওয়ার পর নজরে এসেছে। একই বিবরণ দিয়েছেন সত্য রঞ্জন নাথ। তাঁর কাছেও করোনার টিকাকরণের সমীক্ষার কথা বলে ওটিপিব্যবহার করে ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। দুজনই বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলা থানায় এ-বিষয়ে লিখিত অভিযোগ জানান। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করেছে।  

উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ বাবু বলেন, তদন্তে নেমে জানা গেছে, ওই অপরাধের সাথে বাবা ও মেয়ে এবং অপর এক ব্যক্তি জড়িত রয়েছে। ধর্মনগর থানার পুলিশ দুই ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে ধর্মনগর বরুয়াকান্দি গ্রামের খুপাটিল্লা এলাকার বাসিন্দা লক্ষ্মী গৌড়, মিঠু গৌড় এবং গৌতম বিশ্বাস-কে জালে তুলেছে। লক্ষ্মী গৌড় ও মিঠু গৌড় সম্পর্কে বাবা-মেয়ে হন। তিনি বলেন, ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *