কোচবিহারে আক্রান্ত বিজেপি প্রার্থীকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

কোচবিহার, ১ জুলাই (হি. স.) : কোচবিহারের শীতলকুচির ডাকালিহাটপুর এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন এক বিজেপি প্রার্থী। শনিবার আহত বিজেপি প্রার্থীকে দেখতে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

জানা গিয়েছে, গত ২৮ জুন মন্দিরে পুজো দিতে গিয়ে আক্রান্ত হন শীতলকুচির ডাকালিহাটপুরের বিজেপি প্রার্থী কৃষ্ণ রবিদাস। দুষ্কৃতীদের লাঠির আঘাতে মাথা ফেটে যায় প্রার্থীর। প্রার্থীর স্ত্রী লক্ষ্মী রবিদাসের অভিযোগ, মনোনয়ন প্রত্যাহার না করায় তাঁর স্বামীর ওপর হামলা চালিয়েছে তৃণমূল। তৃণমূলের হামলায় মাথা ফেটে গিয়েছে। এর পরেও এলাকায় তাদের ওপর নানান ভাবে চাপ সৃষ্টি করে চলেছে শাসকদল। বর্তমানে তাঁর স্বামী কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন কৃষ্ণ রবিদাসকে দেখতে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে যান রাজ্যপাল। সেখানে আক্রান্ত বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলেন। কথা বলেন আক্রান্তের পরিবারের লোকেদের সঙ্গেও। সেখানে বিজেপি প্রার্থীকে দেখে সোজা চলে যান দিনহাটায়।

এদিন দিনহাটা যাওয়ার পথে রাজ্যপালের কনভয়ের পথ আটকায় স্থানীয় সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। রাজ্যপালকে তৃণমূলের বিরুদ্ধে নানান হিংসার অভিযোগ স্মারকলিপির আকারে প্রাদান করেন তারা। রাজ্যপালের সঙ্গে কথা বলতে চাইলে পুলিশ তাদের কনভয়ের সামনে থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *