হেজামারায় কৃষক ক্ষেত্রীয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বর্তমান খারিফ মরসুমে কৃষকদের আয় কিভাবে বৃদ্ধি করা যায় তার ওপর গুরুত্ব দিয়ে সারা রাজ্যে কাজ করছে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর৷ এই লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার হেজামারা স্থিত কৃষি সেক্টর অফিসে অনুষ্ঠিত হলো কৃষক ক্ষেত্রীয় দিবস৷ অনুষ্ঠানে বলতে গিয়ে পশ্চিম জেলার কৃষি উপ-অধিকর্তা ডঃ উত্তম সাহা সরকারিভাবে কৃষকদের যে সমস্ত সুযোগ সুবিধা প্রদানের সুযোগ রয়েছে সেগুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন৷ বিশেষ করে পিএম কিষান, পিএম কেএসওয়াই, কেসিসি সহ বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ অন্যদিকে হেজামারা বিএসসি চেয়ারম্যান সুনীল দেববর্মা কৃষকদের আহ্বান করেন কৃষকরা তাদের জমিতে সঠিক সময়ে সঠিক কাজের মধ্য দিয়ে অধিক ফসল উৎপাদনে উদ্যোগ গ্রহণ করতে৷ সেই ক্ষেত্রে চাষীরা নিয়মিত কৃষি দপ্তরের সাথে যোগাযোগ রেখে সঠিক পরামর্শ নিয়ে কাজ করার পরামর্শ দিলেন তিনি৷ এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেজামারা কৃষি তত্ত্বাবধায়ক গৌরব সাহা সেক্টর অফিসার মৌসুমী রিয়াং এবং অন্যান্যরা৷