কলকাতা, ১ জুলাই (হি. স.) : শুক্রবার প্রায় ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি। আগামী বুধবার অর্থাৎ ৫ জুলাই তলব করা হয়েছে তাঁকে।
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সম্পত্তির বিষয়ে তদন্ত করতে গিয়েই অভিনেত্রী সায়নী ঘোষের নাম সামনে আসে। অভিযোগ ওঠে, কুন্তল ঘোষ তাঁকে কলকাতার একটি বহুতল আবাসনে ফ্ল্যাট ও গাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। তার বদলে কোনও টাকা লেনদেন হয়েছিল কিনা, ইডি তা জানার চেষ্টা করে। আর তার জেরে গত মঙ্গলবার সায়নী ঘোষের কাছে ইডি’র প্রথম নোটিস পৌঁছয়। তারপর থেকে আর সায়নী ‘বেপাত্তা’ হয়ে গিয়েছেন বলেই দাবি করে বিরোধীরা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শুক্রবার সকাল ১১টা ২২ মিনিট নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন সায়নী। বেশ হাসিমুখে ইডি দফতরে ঢুকতেও দেখা যায় তাঁকে। টানা ১১ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ ইডি দফতর থেকে বের হন সায়নী।
তিনি বলেন, “১০০ শতাংশ সহযোগিতা করেছি। আশা করি তাঁরা সন্তুষ্ট। আজ ১১ ঘণ্টা ছিলাম। তদন্তের স্বার্থে দরকারে ২৪ ঘণ্টা থাকতে হলে থাকব।” তৃণমূল যুব নেত্রী আরও বলেন, “আজ প্রাথমিক কিছু নথি নিয়ে ইডি ডেকেছিল। আরও কিছু নথির ডিটেল আনতে বলা হয়েছে। এর মধ্যে আবার তলব করা হবে। আমাকে আরও একবার আসতে হবে। প্রয়োজনে একশোবার আসব।” সেই মতো আগামী ৫ জুলাই সায়নীকে দ্বিতীয়বার তলব করেছে ইডি। ভোটের আগে সিজিও কমপ্লেক্সে সায়নী হাজিরা দেন কিনা, সেটাই এখন দেখার।-হিন্দুস্থান সমাচার/ কাকলি