মুম্বাই, ১ জুলাই(হি.স.):টিম ইন্ডিয়ার নতুন টাইটেল স্পনসরের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। স্পনসরের নাম ড্রিম ইলেভেন। অর্থাৎ পুরনোতেই ভরসা রাখল বিসিসিআই। বাইজুসকে বিদায় জানিয়ে আগামী তিন বছরের জন্য ড্রিম ইলেভেনের সঙ্গে চুক্তিবদ্ধ হল বিসিসিআই।
শনিবার বোর্ড এক বিজ্ঞপ্তি জারি করে জানানো দিল, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই বিরাট-রোহিতদের জার্সিতে দেখা যাবে ড্রিম ইলেভেনের লোগো। এ নিয়ে বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি বলেন, “আমি ড্রিম ইলেভেনকে স্বাগত জানাচ্ছি। এখন থেকে বিসিসিআইয়ের অফিসিয়াল স্পনসর হিসেবে যুক্ত হল তারা।”