বস্তাব‌ন্দি লাশ উদ্ধার ক‌রিমগ‌ঞ্জের বারইগ্রা‌মে, তদ‌ন্তে পাথারকা‌ন্দি পু‌লিশ

পাথারকা‌ন্দি (অসম), ১ জুলাই (হি.স.) : আজ শ‌নিবার সকা‌লে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দি থানাধীন বারইগ্রা‌মের বন্দরকোণা গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর খালপাড় গ্রামে কা‌জি নজরুল ইসলাম এল‌পি স্কু‌লের পা‌শে জনৈক ব্যক্তির বস্তাব‌ন্দি লাশ উদ্ধা‌র হয়েছে। লাশ উদ্ধারের ঘটনায় এলাকা জু‌ড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পৌঁছে বারইগ্রাম ফাঁড়ির পু‌লিশ। এদিকে এ খব‌র শুনে জমায়েত হতে থাকেন গ্রামের বহু মানুষ। এতে উত্তেজনাও ছড়ায়। প‌রি‌স্থি‌তি শামাল দিতে দলবল নি‌য়ে মা‌ঠে না‌মেন নিলামবাজা‌রের সার্কল অফিসার তথা প্রশাসনিক ম্যাজিস্ট্রেট ও পাথারকা‌ন্দি থানার ওসি ইনস্পেক্টর ওসি সমর‌জিৎ বসুমত‌রি। পরে প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত‌দেহের প্রাথমিক এনকু‌য়েস্ট ক‌রে ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

ওসি বসুমতারি জানিয়েছেন, উদ্ধারকৃত মৃতদেহটি দ‌ক্ষিণ ক‌রিমগঞ্জ বিধানসভা এলাকার মৈনা জি‌পি-র বাসিন্দা বছর ৪৫-এর আব্দুল সালামের। তিনি জানান, গত শ‌নিবার থে‌কে নিজের বা‌ড়ি থে‌কে নিখোঁজ ছি‌লেন আব্দুল সালাম। ময়না তদ‌ন্তের রি‌পোর্ট হা‌তে আসার পর পু‌লিশ পরবর্তী পদক্ষেপ নেবে। জানান, ঘটনাকে তাঁরা খুনঘটিত বলে মনে করছেন।
এদিকে, কেউ কেউ মনে করছেন মৃত ব্যক্তিটি পরকীয়ার জেরে তাঁর প্রতিপক্ষের হা‌তে খুন হ‌য়েছেন। ত‌বে গ্রা‌মের এক মহ‌লের ধারণা, পুর‌নো শত্রুতার জন্য অপহরণ ক‌রে শে‌ষে খুন করা হ‌য়ে‌ছে।