নয়াদিল্লি, ১ জুলাই (হি. স.) : অমরনাথ তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শনিবার থেকে শুরু হওয়া অমরনাথ যাত্রীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানিয়েছেন, সমস্ত ভক্তদের সুবিধার্থে সম্ভাব্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, ভক্তদের আনন্দমুখর যাত্রা সরকারের অগ্রাধিকার। শাহ বলেন, অমরনাথ যাত্রা সনাতন সংস্কৃতির অটুট ঐতিহ্য এবং বিশ্বাসের প্রতীক, আজ এই পবিত্র যাত্রা শুরু করা হচ্ছে।