মুম্বাই, ৩০ জুন(হি.স.):হঠাৎ করে অবসর ঘোষণা করেই বিদেশি লিগে খেলতে যাওয়ার প্রবণতা বাড়ছে ভারতীয় ক্রিকেটারদের। এখন থেকে সেটাও আর হবে না। হঠাৎ করে অবসর নেওয়া ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে নয়া নিয়ম আনছে বিসিসিআই।
আগামী ৭ জুলাই অ্যাপেক্স কাউন্সলের বৈঠকে এই বিষয়ে নয়া নিয়ম আনতে আলোচনা করা হবে। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার আগে কমপক্ষে বছরখানেকের কুলিং অফ পিরিয়ড কাটাতে হবে। কুলিং অফ পিরিয়ড শেষ হওয়ার পর বিদেশি লিগে খেলার অনুমতি পাওয়া যাবে। আগামী মাসে অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর এই নতুন নিয়ম নিয়ে আপডেট দেবে বিসিসিআই।

