পুরুলিয়া, ৩০ জুন (হি. স.) : পুরুলিয়ার আড়সা থানা এলাকার ফুসড়াটাড় গ্রামে মাঠে গোরু চরাতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল দুই নাবালকের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই নাবালকের নাম সনৎ বাস্কে(১৪) ও মহেশ্বর হেমব্রম(১০)। দুজনেরই বাড়ি ফুসড়াটাড় গ্রামে। মহেশ্বর মুদালি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সনৎ ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির ছাত্র। এই ঘটনায় দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সুদর থানার পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের পর দেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে ৪ বালক মাঠে গোরু চরাতে গিয়ে খেলা করছিল। খেলার সময় মাঠের অদূরে এক জায়গায় গর্ত থেকে মাছরাঙা পাখির বাচ্চা বের করার চেষ্টা করে তারা। সেই সময়ই দুই বালকের মাথায় মাটির চাঁই ধসে পড়ে। মাটির তলায় চাপা পড়ে যায় সনৎ ও মহেশ্বর। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সঙ্গে থাকা বাকি দুই বালক। তারা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে গ্রামে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে গ্রামবাসীরা গিয়ে সনৎ ও মহেশ্বরকে উদ্ধার করে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহেশ্বরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সনতেরও। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।