আগরতলা, ২৯ জুন (হি. স.) : ত্রিপুরায় ইসকনের উল্টো রথে হৃদয়বিদারক ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। সাথে তিনি নিহত এবং আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। এদিকে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীও ওই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
বুধবার ঊনকোটি ত্রিপুরা জেলায় কুমারঘাট মহকুমায় ইসকনের উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিশু সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। উন্নত চিকিৎসার জন্য ছয়জনকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় গতকাল রাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ঘোষণা দেন, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের নিকট আত্মীয়কে চার লক্ষ টাকা আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া এই দুর্ঘটনায় ৬০ শতাংশেরও বেশী আহতদের ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৪০ থেকে ৬০ শতাংশ আহতদের ৭৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
সাথে তাঁর আরও ঘোষণা, আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিক এবং রাজ্যস্তরীয় প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় আহতদের চিকিৎসার প্রয়োজনে বহিঃরাজ্যে নিয়ে যেতে হলে সরকার তার ব্যয়ভার বহণ করবে। মুখ্যমন্ত্রী বলেন, এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
ওই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাতে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, কুমারঘাটে উল্টো রথযাত্রায় দুর্ঘটনা খুবই দুঃখজনক। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জন হারিয়েছেন সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছে। সাথে তিনি ঘোষণা দেন, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এই ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

