খোয়াইয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে বিদ্যুতের তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷   খোয়াই দুর্গানগর এলাকায়  বৈদ্যুতিক খুটি বিপদজনক অবস্থায় রয়েছে৷ বিষয়টি বারবার বিদ্যুৎ নিগমের স্থানীয় কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না ৷যেকোন সময় খুটি ভেঙ্গে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা৷খোয়াই দুর্গানগর এলাকায় বৈদ্যুতিক খুটি বিপদজনক ভাবে ভেঙ্গে পড়ে আছে৷ পাড়া-প্রতিবেশীরা ভাঙ্গা খুটিটি মেরামত করার জন্য  সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে তাদের অভিযোগ৷ যেকোন সময় খুটিটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷ তাতে আতঙ্কিত  মানুষ৷পাড়া প্রতিবেশীরা দাবি তুলেছেন, অতি দ্রুত খুটিটি সারাই করার জন্য৷ অন্যতায় যেকোনো সময় যেকোনো ধরনের অঘটন ঘটে গেলে বিদ্যুৎ নিগমকে এজন্য দায়ী থাকতে হবে বলে এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷