নয়াদিল্লি, ২৯ জুন (হি. স.) : হালকা থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল রাজধানী দিল্লি ও সন্নিহিত অঞ্চল। বৃহস্পতিবার ভোর থেকে ঝেঁপে বৃষ্টি নামে দিল্লি ও এনসিআর অঞ্চলে। বৃষ্টির সুবাদে তাপমাত্রাও নেমেছে রাজধানীতে। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির জেরে রাজধানী দিল্লির নানা অংশ জলও জমে গিয়েছে। ফলে মন্থর গতিতে চলাচল করে যানবাহন।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, দিল্লির আবহাওয়া আপাতত এমনই থাকবে। হালকা থেকে মাঝারি, কখনও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও। দিল্লির পাশাপাশি বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশেও। উত্তর প্রদেশের নয়ডায় বৃষ্টির জেরে রাস্তায় জল জমে যায়। ভোগান্তির শিকার হন কর্মস্থলে বেরোনো মানুষজন।

