উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্টের রেশ, অসুস্থতা অনুভব করে আজ আরও ১১ জন হাসপাতালে ভর্তি

আগরতলা, ২৯ জুন (হি.স) : ইসকনের উদ্যোগে আয়োজিত উল্টো রথে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় আরও ১১ জন আজ অসুস্থতা অনুভব হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন। কুমারঘাট মহকুমা শাসক সুব্রত কুমার দাশ এই সংবাদ জানিয়েছেন। 

তিনি বলেন, গতকাল ঘটনার সময় ব্লক চৌমুহনীতে উপস্থিত অনেকেই সামান্য আঘাত পেয়েছিলেন। কিন্তু তাঁরা গতকাল তেমন অসুস্থতা অনুভব করেননি। কিন্তু, প্রায় ১১ জন অসুস্থতা অনুভব করার ফলে কুমারঘাট হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, তাঁরা সকলেই শারীরিক দিক দিয়ে স্বাভাবিক আছেন, জানিয়েছেন কুমারঘাট মহকুমা শাসক।

সাথে তিনি যোগ করেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃতের পরিবারদের প্রাথমিকভাবে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে। বাকি টাকা খুব শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে। এদিকে, মৃতদেহ শেষকৃত্যে প্রশাসনের তরফে মৃতের পরিবারকে সমস্ত রকম সহায়তা করা হয়েছে, বলেন তিনি। 

এদিকে, কুমারঘাট ইসকন মন্দিরের সেবক রাজেশ্বর গোপাল দাস স্বীকার করেছেন, ব্লক চৌমুহনী দিয়ে উল্টো রথ নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। পুলিশের নির্দেশ মতো রাস্তায় না গিয়ে ব্লক চৌমুহনী দিয়ে উল্টো রথ নেওয়া হয়েছে। কারণ, পুলিশের অনুমতি দেওয়া রাস্তা ভীষণ সরু ছিল। সাথে তিনি দাবি করেন, সারা দেশে ইসকনের রথ লোহা এবং কাঠ দিয়ে তৈরি করা হয়। ফলে, ত্রিপুরায় তার ব্যতিক্রম হয়নি