কোচবিহারে তৃণমূল ও বিজেপির সংঘর্ষে চলল গুলি, পুড়ল বাইক

শীতলকুচি , ২৮ জুন (হি. স.) : তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি ব্লকের ডাকঘরা ও নগর ডাকালীগঞ্জ বাজার। চলল গুলি। রাজনৈতিক সংঘর্ষে আহত কমপক্ষে দুই পক্ষের ৮ জন। গুরুতর জখম হন বিজেপির ৪ নং মন্ডল সভাপতি মানস বর্মন ও এক পঞ্চায়েত প্রার্থী। এই ঘটনায় ডাকঘরা বাজার এলাকায় এক তৃণমূল কর্মীর বাইক পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

বিজেপির শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মনের অভিযোগ, এদিন সকালে নগর ডাকালী গঞ্জ বাজারে মন্দিরে বিজেপির প্রার্থীরা পুজো দিয়ে প্রচার করে ফেরার সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা হামলা করে। বিজেপির এক প্রার্থী সহ মন্ডল সভাপতি গুরুতর জখম হন। তাঁরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডাকঘরা বাজারে বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমূল সমর্থকরা বলেও অভিযোগ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির ওপর হামলা ও গুলি চালনার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা থমথমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *