ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি, বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া

মুম্বই, ২৮ জুন (হি. স.) : মঙ্গলবারের পরে বুধবার আরও ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি। বাজার খুলতে না খুলতেই সর্বকালীন উচ্চতা ছুঁল সেনসেক্স। সকাল এগারোটা নাগাদ ৭৭৩ দশমিক ৩১ সূচক বেড়ে ৬৩ হাজার ৭৪৩ দশমিক ৩১ পয়েন্টে পৌঁছেছে সেনসেক্স। আর ২২৪.৯০ সূচক বেড়ে ১৮ হাজার ৯১৬ দশমিক ১০ পয়েন্টে পৌঁছে গিয়েছে নিফটি। সকালেই বিনিয়োগকারীদের মুখের হাসি চওড়া হয়েছে।
এদিন সকালে বাজার খুলতে না চড়চড়িয়ে ওঠে যায় সূচক। টাইটান, বাজাজ ফিনান্স, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইটিসি, লার্সেন অ্যান্ড টুবরো, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল ও ইনফোসিসের শেয়ার দর এক লহমায় অনেকটাই বেড়েছে। তবে অ্যাক্সিস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইচসিএল টেকনোলিজিস, পাওয়ার গ্রিড ও এনটিপিসির শেয়ার দর কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *