অসমে ডিলিমিটেশন খসড়া প্রস্তাবের বিরুদ্ধে আহূত বনধ-এ স্তব্ধ লাহোয়াল বিধানসভা এলাকা

ডিব্ৰুগড় (অসম), ২৮ জুন (হি.স.) : সংসদীয় ও বিধানসভা এলাকার ডিলিমিটেশন খসড়া প্রস্তাবের বিরুদ্ধাচরণ করে আহূত লাহোয়াল বন্ধ সৰ্বাত্মক হয়েছে। ডিলিমিটেশন খসড় প্ৰস্তাবে ১১৭ নম্বর লাহোয়াল বিধানসভা কেন্দ্ৰকে বিলুপ্ত করায় স্থানীয় আপামর জনতা আজ বুধবার লাহোয়াল বনধ-এর ডাক দিয়েছিলেন।

ভারতের নির্বাচন কমিশন অসমের সংসদীয় ক্ষেত্র এবং বিধানসভা কেন্দ্রের যে খসড়া ডিলিমিটেশন প্রস্তাব প্রকাশ করেছে, তা বাতিলের দাবিতে গতকাল ২৭ জুন বরাক বনধ-এর ডাক দিয়েছিল বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট (বিডিএফ), কংগ্রেস, এআইইউডিএফ সহ অন্য বিরোধী দল ও বিভিন্ন অরাজনৈতিক সংগঠন। আজ নিৰ্বাচন কমিশনের প্রকাশিত খসড়া প্রস্তাবের বিরোধিতা করে লাহোয়াসের জনতা সকাল ৫-টা থেকে ১২ ঘণ্টার বনধ আহ্বান করেছিলেন। বনধ-এ গোটা লাহোয়াল বিধানসভা এলাকার জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল

বনধ-সমর্থকরা সকালে লাহোয়ালের প্রধান প্রধান সড়াকেটায়ার পুড়িয়ে প্ৰতিবাদ প্রদর্শন করেন। এলাকার সব দোকানপাট, বাজার ছিল বন্ধ। যানবাহন চলাচল ছিল হাতেগোনা। তবে বনধ-কে কেন্দ্র করে কোনও ধরনের অপ্ৰীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বনধ-এর পরিপ্ৰেক্ষিতে লাহোয়ালের কয়েকজন নেতাকে দুদিন আগে লাহোয়াল থানা থেকে আইনি সতৰ্কবার্তা পাঠানো হয়েছিল। অবশ্য বনধ চলাকালীন কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *