আগরতলা, ২৭ জুন (হি.স.) : কলকাতা-আগরতলা এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার সকালে আমবাসা রেল স্টেশনে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ ঘটনটি প্রত্যক্ষ করে খবর পাঠিয়েছে আমবাসা জিআরপি-তে। রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধলাই জেলা হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু মৃত ব্যক্তির এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায় নি বলে জানিয়েছেন জনৈক রেল পুলিশ।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার সকাল আটটা নাগাদ খবর আসে স্থানীয় মানুষ আমবাসা রেল স্টেশনে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে স্হানীয় মানুষ আমবাসা জিআরপি-তে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে জিআরপি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, মৃতদেহ একজন পুরুষের ছিল। কিন্তু মৃত ব্যক্তির এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। হিন্দুস্থান সমাচার/তানিয়া/সন্দীপ