আগরতলা, ২৭ জুন (হি.স.): টিএসআরের গাড়ি ও বোলেরো পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন তিন যাত্রী। অসম-আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকল কর্মীকে খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ছুটে এসে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন।
জনৈক দমকলকর্মী জানিয়েছেন, মঙ্গলবার সকালে অসম-আগরতলা জাতীয় সড়কে বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় টিআর০৩১০৮৪ নম্বরের টিএসআরের ৭নং ব্যাটিলিয়ানের একটি বাসের সাথে তেলিয়ামুড়ার দিক থেকে আসা টিআর০২জি১৯০২ নম্বরের বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে।তাতে অল্প বিস্তর আহত হয়েছেন বোলেরো গাড়ির তিন জন যাত্রী। স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়ার দমকল বাহিনীকে খবর পাঠিয়েছিলেন।ঘটনাস্থলে ছুটে এসে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, আহতরা হলেন- সুরেশ রুদ্রপাল, স্বপন রায় ও মনির উদ্দিন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।