আগরতলা, ২৭ জুন (হি.স.) : রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগর-কদমতলা মূল সড়ক অবরোধে সামিল হয়েছেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ এলাকাবাসী।ধর্মনগর-কদমতলা সড়কের সোনারেরবাসা থেকে ইয়াকুবনগর নাথ পাড়া হয়ে ভাগ্যপুর আড়াই কিলোমিটার রাস্তার অবস্থা খুবই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। দীর্ঘ দিন যাবৎ সমস্যার সমাধান না পেয়ে অবশেষে আজ সকালে সড়ক অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন প্রসাশনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেন।প্রশাসন আশ্বাস দিয়েছে এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্হানীয় মানুষ।
জনৈক অবরোধকারী জানিয়েছেন, ধর্মনগর-কদমতলা সড়কের সোনারেরবাসা থেকে ইয়াকুবনগর নাথ পাড়া হয়ে ভাগ্যপুর আড়াই কিলোমিটার রাস্তার অবস্থা খুবই বেহাল দশায় পরিণত হয়েছে। যার ফলে গ্রামের মানুষের যাতায়াতের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে।রাস্তায় কাঁদা জমে থাকার ফলে ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে। অবরোধকারীদের অভিযোগ, এবিষয়ে পূর্ত দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও রাস্তার সমস্যা সমাধানে কেউ কর্ণপাত করেননি। বিষয়টি একাধিক বার প্রশাসনকে জানানো হয়েছিল। কিন্তু রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে মঙ্গলবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে ধর্মনগর-কদমতলা মূল সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।
অবরোধের খবর পেয়ে প্রসাশনের পদস্থ আধিকারিকরা ছুটে গেছেন। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং এবিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসী।