ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন।। প্রথমত ভালো খেলার লক্ষ্যে দল সাজাচ্ছে নাইন বুলেটস। দ্বিতীয়ত সাফল্যেরও টার্গেট রয়েছে। তাই বিগ বাজেটের দল গড়তে চলেছে বুলেটস এবার। সুপ্ত ইচ্ছা রয়েছে এ- ডিভিশনে উন্নীত হওয়ার। ইতিমধ্যে বহি: রাজ্যের বেশ কজন ফুটবলার কে দলে আনা হয়েছে। দুর্গাপুর থেকে এনেছেন সুমন্ত প্রামাণিক কে। আইজল ফুটবল ক্লাব থেকে জেমসকে ডিফেন্স মিডফিল্ডার, নেলভিনকে অ্যাটাকিং মিডফিল্ডার, ৭ বছর আগে মোহনবাগানে খেলা বর্তমানে চানমারি এফসি থেকে যোসেফ এবং জ্যাকব স্ট্রাইকার হিসেবে, হায়দ্রাবাদ এফসি থেকে টুটুকে স্ট্রাইকার হিসেবে দলে আনা হয়েছে। জম্বুজলা ফুটবল ক্লাব থেকে মঙ্গল সিং ও মার গাঙ্গ রিয়াং কে নেওয়া হয়েছে। ইতিমধ্যে দলের পরিকাঠামো কতটুক পরিণত হয়েছে তা পরীক্ষা করার জন্য জম্পুইজলা ফুটবল ক্লাবের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তাতে নাইন বুলেট ২-১ গোলে জয়ী হয়েছে। গোল করেছেন টুটু এবং রাজীব সাধন জমাতিয়া। দলের কর্মকর্তারা আশা করছেন এবার দল ভালো খেলবে এবং সাফল্য পেয়ে এ-ডিভিশনে উন্নীত হতে পারবে।
2023-06-27