– প্রথাগত প্রদীপ প্ৰজ্বলন এবং অতিথিদের সংবর্ধনা বর্জনের আহ্বান
– সড়ক দুর্ঘটনার দরুন মানুষের যন্ত্রণাকে তুলে ধরে তিন মিনিটের নাটক দেখানোর প্রস্তাব
গুয়াহাটি, ২৭ জুন (হি.স.) : সড়ক নিরাপত্তা বিষয়ক নাটকের ভিডিও তৈরি করে তা কোনও বৈঠকের আগে উপস্থাপন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ মঙ্গলবার জনতা ভবনে রাজ্যের জেলাশাসক ও পরিবহণ আধিকারিকদের সঙ্গে আয়োজিত ভার্চুয়াল সভায় সড়ক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া এবং এর জন্য গণ-আন্দোলন গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী (বর্তমান প্রধানমন্ত্রী)-র কার্যকালে প্রচলিত কৰ্মকাণ্ড থেকে অনুপ্রেরণা নিয়ে তাঁর অভিপ্রায় ঘোষণা করেছেন৷ তিনি সড়ক নিরাপত্তা সচেতনতাকে একটি ব্যাপক প্রচারাভিযান হিসেবে গড়ে তোলার জন্য তাঁর দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন আজ। এছাড়া সড়কে জীবন বাঁচাতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী।
ড. শর্মা তাঁকে অভিনন্দন জানানোর প্রবণতা ছাড়ার জন্য বিভাগীয় কর্মকর্তাদের অনুরোধ করেছেন। বলেন, অভিনন্দন জানানোর পরিবর্তে বাধ্যতামূলকভাবে সড়ক নিরাপত্তাজনিত ভিডিও তৈরি করে জন-সচেতনতার জন্য ওই সময় ব্যবহার করুন। তিনি বলেন, প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তাঁর গৃহীত পদক্ষেপ ও দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রেরণা নিয়েছেন তিনি। গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রী মোদী সড়ক নিরাপত্তায় সামাজিক গণ-সচেতনতা বাড়াতে ছোট ছোট নাটকে অভিনয় করিয়ে সফল হয়েছিলেন, সে সব কিছু ঘটনাবলি উপস্থাপন করে এর কার্যকারিতা তুলে ধরেছেন হিমন্তবিশ্ব শর্মা।
গুজরাটে কন্যা শিশু-মৃত্যুজনিত সমস্যা সমাধানের জন্য কর্মকর্তাদের দ্বারা প্রণীত তিন মিনিটের একটি নাটকের উদাহরণ উদ্ধৃত করেছেন, যা দর্শকদের উপর স্থায়ী প্রভাব ফেলেছিল। তিনি বলেন, মোদীজির ওই পদক্ষেপ গুজরাটে অত্যন্ত সফল হয়েছে। এ ধরনের নাটক বিভিন্ন সরকারি অনুষ্ঠান এবং সভায় পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন মুখ্যমন্ত্রী।
প্ৰসঙ্গক্ৰমে তিনি প্রথাগত প্রদীপ প্ৰজ্বলন এবং অতিথিদের সংবর্ধনার পরিবর্তে সড়ক দুর্ঘটনার দরুন মানুষের যন্ত্রণাকে তুলে ধরে তিন মিনিটের একটি লাইভ নাটক দেখানোর জন্য সেই সময়কে উৎসর্গ করার প্রস্তাব দিয়েছেন। গুজরাটে অনুরূপ উদ্যোগের সাফল্যের ছবি বৰ্ণনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর বিশ্বাস ব্যক্ত করে বলেন, এ জাতীয় নাটকগুলিকে সরকারি সভা এবং অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করলে জনতার কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছবে।
তিনি আবারও প্রধানমন্ত্রী মোদির পরামর্শের কথা স্মরণ করে বলেন, প্রতিটি বৈঠকে তিন মিনিটের নাটক উপস্থাপন করলে আবেগকে জাগিয়ে তোলার পাশাপাশি মানুষের চোখে অশ্রু আনবে, যা সড়ক নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে গভীরভাবে উপলব্ধি হবে।
ড. শর্মা গুজরাটে নাটকীয় রীতি প্রচলনের উল্লেখযোগ্য প্রভাব সম্পর্কেও বিস্তারিত তুলে ধরে বলেন, এ ধরনের প্রচেষ্টার ফলে কমেছে গর্ভাবস্থার সমাপ্তি।
ডিব্রুগড়ে আসন্ন এক ইভেন্টের রূপরেখা আজ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী। ওই ইভেন্টে তিনি গিনেস রেকর্ডধারীদের পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছেন, জানান মুখ্যমন্ত্ৰী।