কোচবিহার, ২৬ জুন (হি. স.) : সোমবার কোচবিহার থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী। এদিন কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুল প্রাঙ্গনে সভা করেন মমতা। সেই জনসভায় দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় চান্দামারির প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে ভিআইপিদের প্রবেশপথে অনুগামীদের নিয়ে বসে পড়েন অভিজিৎবাবু। যদিও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি অবশ্য নিয়ন্ত্রণে আসে।
সোমবার প্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে সভা করেন মমতা। দলীয় প্রার্থীদের সমর্থনে কর্মসূচিতে অংশ নিতে রবিবারই তিনি কোচবিহারে এসে পৌঁছেছেন। এদিন তিনি সভাস্থলে পৌঁছোনোর আগে এমন ঘটনা দেখা যায়। সূত্রের খবর, সভায় ঢোকার পাস সংক্রান্ত সমস্যার জন্যই অভিজিৎবাবুকে আটকে দেওয়া হয়েছিল। যদিও এবিষয়ে অভিজিৎবাবু বা নিরাপত্তারক্ষীদের তরফে কিছু বলা হয়নি।
এদিন সভাকে ঘিরে উপচে পড়েছে মানুষের ভিড়। কোচবিহারের জনসভা শেষ করার পর তৃণমূল নেত্রী জলপাইগুড়ি জেলায় মালবাজার যাবেন বলে খবর। সেখানে মঙ্গলবার মালবাজার সংলগ্ন এলাকাতেও তিনি জনসভা করতে পারেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গজুড়ে আরও কয়েকটি সভা করার কথা রয়েছে তাঁর। পাশাপাশি, মঙ্গলবার থেকে প্রচারে নামছেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। নদিয়া জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মঙ্গলবার দুপুর ১টায় হাঁসখালিতে জনসভা করবেন অভিষেক। এরপর দুপুর ২ টায় মুর্শিদাবাদের ডোমকলে রোড-শো রয়েছে তাঁর। নির্বাচনে আগে বর্ধমান, বীরভূম, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে সহ একাধিক জেলায় প্রচারে যাবেন তিনি।