ডিমা হাসাওকে ড্রাগসমুক্ত করতে সংকল্পবদ্ধ প্রশাসন, বলেন জেলাশাসক

হাফলং (অসম), ২৬ জুন (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওকে ড্রাগস মুক্ত করতে সংকল্পবদ্ধ প্রশাসন, জানান জেলাশাসক সীমান্তকুমার দাস।

আজ সোমবার মাদকের অপব্যবহার ও মাদকের অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে ডিমা হাসাও জেলা প্রশাসন ও ডিমা হাসাও পুলিশের উদ্যোগে হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে জেলাশাসক সীমান্তকুমার দাস বলেন, ডিমা হাসাও জেলায় ড্রাগসের বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশের লড়াই অব্যাহত থাকার পাশাপাশি ড্রাগসের বিরুদ্ধে পুলিশের তীব্র অভিযান অব্যাহত রয়েছে।
জেলাশাসক বলেন, এ বছরই ডিমা হাসাও জেলায় ৪০ জন ড্রাগস পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদের মধ্যে বেশির ভাগের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলাশাসক সীমান্ত দাস বলেন, ১৮ থেকে ২০ বছরের যুবকরা ড্রাগস বিক্রি করছে, তা রীতিমতো সমাজকে শঙ্কিত করে দেওয়ার মতো তথ্য। তাই ড্রাগসের কুপ্রভাব থেকে যুব সমাজকে রক্ষা করতে জেলা প্রশাসন ও পুলিশ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলাশাসক।

এদিকে এই অনুষ্ঠানে ডিমা হাসাও জেলার পুলিশ সুপার ময়ঙ্ক কুমার বলেন, ড্রাগসের নেশা সমাজকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ড্রাগসের নেশায় একবার আসক্ত হয়ে পড়লে শারীরিক ও মানষিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। তাছাড়া ড্রাগসের নেশা শরীরের ফিটনেস নষ্ট করে দেয়। তাই ড্রাগসের নেশা থেকে সবাইকে দুরে থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, ড্রাগসের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সবাইকে এগিয়ে এসে এর অপব্যবহার নিয়ে সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন।
পুলিশ সুপার ময়ঙ্ক কুমার বলেন, ড্রাগসের অপব্যবহার নিয়ে জেলা প্রশাসন ও ডিমা হাসাও পুলিশ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণ কারার পাশাপাশি ডিমা হাসাওকে ড্রাগসমুক্ত করতে সব ধরনের প্রচেষ্টা ও অভিযান অব্যাহত রেখেছে।

এদিন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বক্তৃতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে স্কুলসমূহের পরিদর্শক গায়েত্রী নাইডিং সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন, মহিলা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *