জয়নগরে ভোটের প্রচারে দিলীপ ঘোষ

জয়নগর, ২৬ জুন (হি. স.) : সোমবার বিকেলে দলীয় প্রার্থীদের হয়ে পঞ্চায়েত ভোটের প্রচারে এলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা জেলার বিজেপি নেতৃত্ব ছিলেন এই ভোট প্রচারে। জয়নগরের মায়া হাউরি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে আসেন তিনি। এই পঞ্চায়েত গত নির্বাচনে বিজেপির দখলে ছিল। ফলে এই গ্রাম পঞ্চায়েত যাতে আবারও বিজেপির দখলে থাকে সেই কারণেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসেছিলেন দিলিপ ঘোষের মতো বিজেপি নেতৃত্ব।

এদিন প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সমালোচনা করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “ এই নির্বাচন কমিশন ফেল করেছে। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে সমস্ত পদক্ষেপেই ফেল করেছে। নির্বাচন কমিশন নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। আর অভিষেক, মমতা সকলেই বলেছিলেন, মনোনয়ন জমা দিতে না পারলে তাঁদেরকে জানাতে, তাঁরা সেই ব্যবস্থা করে দেবন। কিন্তু মনোনয়নের শেষ দিনে যখন নওসাদ সিদ্দিকি গেলেন নবান্নে মমতার সাথে দেখা করতে, তিনি দেখা করলেন না কেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *