ঝাড়গ্রাম, ২৫ জুন (হি. স.): বিষাক্ত সাপে কামড় দেওয়ার পর হাসপাতালের পরিবর্তে ওঝার নিয়ে গিয়েছিল এক মহিলাকে। সেখানে তার শেষ রক্ষা হল না। অবশেষে হাসপাতাল নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মহিলার। এহেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দহবাঁধ গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম বিপাশা মাইতি (৫২)। রবিবার সকাল সাড়ে ৬ টা নাগাদ বাড়ির বাইরের উননে রান্না করছিলেন ওই মহিলা। সেই সময় পাতার মধ্যে জড়িয়ে থাকা সেই সাপের শরীরে হাত দেওয়ার পরেই বিপাশা মাইতিকে ছোবল মারে। বিষাক্ত সাপে ছোবল মারার পরেই ওই মহিলা অসুস্থ বোধ করেন। এরপর তাঁকে ওই গ্রামের এক ওঝার কাছে নিয়ে যায় তার পরিবারের লোকজনেরা। সেখানে বেশ কিছু সময় ধরে ওঝা তাক তুক করার পর ওই মহিলা যখন মৃত্যুর কোলে ঢোলে পড়েন তখন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। সেখান থেকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মহিলার। পরে ভাঙ্গগড় গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এবিষয়ে মৃতার ছেলে ঝন্টু মাইতি বলেন,” মাকে সাপে কামড়ানোর পর গ্রামের এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কিছু সময় রাখার পর ওঝা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়।”
এবিষয়ে গোপীবল্লভপুরের সিআই মুকুল মিঁয়া বলেন, “সাপের ছোবল দেওয়ার পর পরিবারের ওঝার কাছে নিয়ে গিয়েছিল। সেখান থেকে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়েছে মহিলার। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।”