সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু; দক্ষিণবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কমবে উত্তরে

কলকাতা, ২৫ জুন (হি.স.): সমগ্র পশ্চিমবঙ্গজুড়েই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে, আর তাই বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আপাতত বজ্রবিদ্যুৎ-সহ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। তবে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি খানিকটা কমতে পারে। গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে আগামী ৪ থেকে ৫ দিন। যতদিন না টানা বৃষ্টি হচ্ছে, ততদিন অবশ্য আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

জুন মাসে দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাতের ঘাটতি থাকতে পারে। চলতি মাসে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত কম হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পুরুলিয়াতে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ৬৭ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের প্রভাব না থাকা এবং বর্ষার বিলম্ব প্রবেশের জন্য এমনটা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সেই ঘাটতি এবার হয়তো মিটতে পারে। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রাও কমছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।