মুম্বই ও নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): বর্ষার জন্য প্রতীক্ষার অবসান হল মুম্বই ও দিল্লিতে। রবিবার মুম্বই ও দিল্লিতে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বর্ষার আগমণের সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টিতে ভিজল মুম্বই ও দিল্লি। রবিবার ভোর থেকেই প্রবল বৃষ্টি হয়েছে মুম্বই ও দিল্লিতে। বৃষ্টি হয়েছে দিল্লি লাগোয়া হরিয়ানার গুরুগ্রামেও। গুরুগ্রামে প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে গিয়েছে, ছুটির দিনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হরিয়ানার এই শহরে।
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দিল্লির নানা প্রান্তে, বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত থেকে স্বস্তি পেয়েছে দিল্লি। এদিন বৃষ্টি হয়েছে উত্তরাখণ্ডের দেহরাদূনেও। আবহাওয়া দফতর জানিয়েছে, মহারাষ্ট্রের রায়গড় এবং রত্নাগিরি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং পালঘর, মুম্বই, থানে এবং সিন্ধুদুর্গের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মুম্বই শহরে গত ২৪ ঘন্টায় ১০৪ মিলিমিটার মিমি এবং পূর্ব শহরতলি ও পশ্চিম শহরতলিতে যথাক্রমে ১২৩ মিলিমিটার এবং ১৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

