নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রবিবার অরবিন্দ ক্লাবের উদ্দ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত য়৷ রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা৷ মানুষ মানুষের জন্য এই আহবানে সারা দিয়ে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ রবিবার অরবিন্দ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মালেক সাহা একথা বলেন৷ তিনি জানান বিগত বিধানসভা নির্বাচনের সময়ে রক্তদানের প্রবণতা অনেকটাই কমে গিয়েছিল৷ ফলে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেয়৷ পরিস্থিতি মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে রক্তদানে এগিয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন৷ সারা দিয়েই অরবিন্দ ক্লাব এই রক্তদান শিবির সংঘটিত করে৷ মুখ্যমন্ত্রী বলেন আমাদের রাজ্যে লোকসংখ্যা প্রায় ৪০লক্ষ৷ মোট জনসংখ্যার এক শতাংশ মানুষ রক্ত দান করলেই রক্তের চাহিদা পূরণ করা সম্ভব৷ রক্তের চাহিদা রয়েছে চল্লিশ হাজার ইউনিট৷ রাজ্যে বর্তমানে রক্তের মজুদ সংকট সন্তোষজনক বলে তিনি উল্লেখ করেন৷ দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় রাজ্যের রক্তদানের প্রবণতা অনেকটাই বেশি বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী৷ এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপক মজুমদার, মেয়র, আগরতলা পুর নিগম বিশেষ অতিথি রত্না দত্ত, চেয়ারম্যান, সেন্ট্রাল জোন, আগরতলা পুর নিগম৷
2023-06-25

